বাংলাদেশে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে পরিসংখ্যান কার্যক্রমে নিয়োজিত ৪টি পরিসংখ্যান অফিস (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন) একীভূত ও সুসমন্বিত করে ১৯৭৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে পরিসংখ্যান ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ১৯৭৫ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান বিভাগ (Statistics Division) প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে, ২০০২ সালে পরিসংখ্যান বিভাগকে অবলুপ্ত করে পরিকল্পনা বিভাগের অধীন অনুবিভাগ গঠন করা হয় এবং ২০১০ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান বিভাগ পুনরায় প্রতিষ্ঠিত হয়। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় ২০১২ সালে এ বিভাগের নতুন নামকরণ করা হয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে সরকারি পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে। বিশেষ করে জাতীয় এবং স্থানীয় পরিকল্পনা প্রণয়নে নিয়োজিত পরিকল্পনাবিদ, নীতিনির্ধারক, সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও এবং জনসাধারণের ব্যবহারের জন্য বর্ষব্যাপী বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ ও প্রকাশের দায়িত্ব বিবিএস পালন করে থাকে।
এ বিভাগের অধীন বিবিএস এর আওতায় ৮টি বিভাগীয় শহরে পরিসংখ্যান অফিস, ৬৪টি জেলায় জেলা পরিসংখ্যান অফিস এবং ৪৯২টি উপজেলা পরিসংখ্যান অফিস কাজ করছে। এছাড়া ৫(পাঁচ) টি বিশেষ সেল- এসডিজি সেল, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান সেল, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেল, জেন্ডার সেল এবং রিসার্চ সেল রয়েছে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে বিবিএস-এর সহযোগিতায় SDG Tracker এ যথাসময়ে হালনাগাদ Data প্রদান করার লক্ষ্যে ডাটা প্রদানকারী মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার কর্মকর্তা ও অন্যান্য অংশীজনকে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিবিএস এসডিজি ডাটা প্রস্তুত সংক্রান্ত কর্ম-পরিকল্পনা “Action Plan and Methodological Guidelines for Data Generation and Disaggregation for Monitoring and Evaluation of SDGs” শীর্ষক প্রতিবেদন প্রণয়ন করেছে যা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উন্মোচন করা হয়। উক্ত প্রকাশনাটি জাতিসংঘ কর্তৃক SDG Good Practice এর স্বীকৃতি লাভ করেছে।
বর্তমানে বিবিএস সকল শুমারি ও জরিপ ডিজিটালভাবে CAPI (Computer Assisted Personal Interviewing) পদ্ধতি ব্যবহার করে সম্পন্ন করছে। সফলভাবে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদানের স্বীকৃতি স্বরূপ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২ প্রদান করা হয়।
প্রধান কার্যাবলি
ক) পরিসংখ্যান আইন ও বিধি প্রনয়ণ এবং তৎপরবর্তী কার্যাবলি;
খ) জনসংখ্যা, কৃষি ও অর্থনৈতিক শুমারি পরিচালনা, আর্থ সামাজিক, জনমিতি এবং পরিবেশসহ অন্যান্য বিষয়ে জরিপ পরিচালনা;
গ) জাতীয় হিসাব এবং বিভিন্ন মূল্যসূচক নিরূপণ। দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ/বিশ্লেষণ ও প্রকাশ;
ঘ) বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয়, সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে প্রমিত পরিসংখ্যান পদ্ধতি প্রতিষ্ঠা ও এর ক্রমোন্নতি;
ঙ) আন্তর্জাতিক মানে দেশের পরিসংখ্যানের সময়োচিত চাহিদা নিরূপণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, তথ্য ভাণ্ডার প্রতিষ্ঠা ও সংরক্ষণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীগণের চাহিদা অনুসারে পরিসংখ্যান সরবরাহ;
চ) সামগ্রিক নাগারিক তথ্য ভান্ডার প্রস্ত্তত, সংরক্ষণ ও হালনাগাদকরণ এবং পরিসংখ্যান নেটওয়াকিং স্থাপন ও শক্তিশালীকরণ এবং এ কাজের জন্য ডিজিটাল আরকাইভ প্রতিষ্ঠা ও তার ব্যবহার;
ছ) জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে পরিসংখ্যান বিষয়ক শিক্ষণ, প্রশিক্ষণ, গবেষণা ও পেশাদারিত্ব ও উৎকর্ষসাধনের লক্ষ্যে সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ ও সম্প্রসারণ।
জ) একটি কেন্দ্রীয় Geographical Information System (GIS) স্থাপন ও পরিচালনা।